স্থাপিতঃ ১৯৮১ খ্রিঃ
পুরান বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর
ইআইআইএনঃ ১০৩৫৬৯, কলেজ কোডঃ বোর্ড-৭৩০০, বিশ্ববিদ্যালয়ঃ ৩৯০৩
এতদ্বারা অত্র কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের মানবিক, বিজ্ঞান, এবং ব্যবসায় হসিক্ষা শাকাহার সকল ছাত্র-ছাত্রীদের জানানো যাচ্ছে যে, যারা বিভাগ অথবা বিষয় পরিবর্তন করতে ইচ্ছুক তারা বিভাগ/বিষয় পরিবর্তনের ফরম কলেজ অফিস হতে সংগ্রহ করে আগামী ০৫/১১/২০২০ তারিখের মধ্যে যথাযথভাবে পূরণ করে অফিস কক্ষে জমা দেওয়ার জন্য নির্দেশ দেয়া হলো।
বিভাগ | তারিখ | স্থান ও সময় |
বিজ্ঞান | ০৭-০৯-২০২৩ | ডাকাতিয়া – ০২ দুপুর – ০২ঃ০০ ঘটিকা |
ব্যবসায় শিক্ষা | ০৭-০৯-২০২৩ | ডাকাতিয়া – ০১ দুপুর – ০২ঃ০০ ঘটিকা |
মানবিক বিভাগ | ০৮-০৯-২০২৩ | ডাকাতিয়া – ০২ দুপুর – ০২ঃ০০ ঘটিকা |